কোলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থী জনেটের গণসংযোগ

0
76

আরিফুল ইসলাম শ্যামল: শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান জনেট নির্বাচন প্রচারণায় জনসংযোগ করেছেন। শুক্রবার বিকালে ইউনিয়নের ৩নং ও ৭নং ওয়ার্ডে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে এলাকাবাসীর কাছে ঘোড়া মার্কায় ভোট চান প্রার্থী জনেট।

এ সময় উপস্থিত ছিলেন পুরাতন ঢাকার ৩১নং ওয়ার্ড কমিশনার আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মহিউদ্দিন রতন, আনোয়ার হোসেন মাতবর, জহের মাতবর, এসএম ওবায়দুল হক, আব্দুর রব, মো. মহিউদ্দিন, হুমায়ুন হোসেন, সানু মোল্লা, সানু মৃধা, আব্দুল সাত্তার, বিল্লাল হোসেন, আব্দুল গফফার, বাপ্পী, হাসান, নিলয়, রাব্বি প্রমুখ।

জানা যায়, ১০নং কোলাপাড়া ইউপি নির্বাচনে মোট ৪ জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্ব›িদ্বতা করছেন। স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান জনেটের ঘোড়া প্রতীক, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নেছারউল্লাহ সুজনের নৌকা প্রতীক ও অপর স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম বাবুর আনারস প্রতীকের মধ্যে ত্রিমুখী ভোটের লড়াই হতে পাওে এমনটাই ধারনা করছেন এলাকাবাসী। এছাড়াও নির্বাচন প্রচারণায় বসে নেই হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী হাবিবুর রহমান।