বিআরটিসি ছাড়া কোনো বাস নেই রাজধানীর সড়কে

0
86

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকে শুক্রবার ভোর থেকে দেশের প্রায় সর্বত্র পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাজধানীতে সকাল থেকে বিআরটিসির কিছু বাস ছাড়া যাত্রীবাহী বাস খুব একটা দেখা যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন অনেকে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও নানা কাজে অনেকেই বের হয়েছেন। তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। রাজধানীর বিমানবন্দর এলাকায় দেখা যায়, ট্রেন থেকে নেমেই বাড়ি ফিরতে গিয়ে পরিবহন সংকটে পড়েছেন অনেকে। অনেকেই বাড়তি দামে সিএনজিতে চড়লেও বিপাকে পড়েছেন বাসযাত্রীরা।

অনেকক্ষণ পরপর দুই-একটি বিআরটিসির দ্বিতল বাস আসলে হুড়মুড় করে সবাই ওঠার চেষ্টা করছেন। কিন্তু কেউ কেউ ব্যর্থ হয়ে অপেক্ষা করছেন পরের গাড়ির জন্য। একই পরিস্থিতি ঢাকার অন্যান্য এলাকার। মহাখালী, মালিবাগ, বাংলামোটর এলাকায় দেখা গেছে পরিবহনের জন্য যাত্রীরা অপেক্ষা করছেন। কিন্তু দেখা মিলছে না কোনো রুটের বাসের।

মোটরসাইকেল ছাড়াও রাস্তায় বেড়েছে রিকশার ভিড়। এ সব পরিবহনে বাধ্য হয়ে বেশি ভাড়ায় চলাচল করছেন যাত্রীরা। বুধবার সরকার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে পনেরো টাকা এবং বৃহস্পতিবার এলপি গ্যাসের দাম ১২ কেজির সিলিন্ডার প্রতি ৫৪ টাকা বাড়ানোর ঘোষণা দেয়।

তেলের দাম কোনো আলোচনা ছাড়াই একতরফা বাড়ানোর কারণে পরিবহন খরচ অনেক বাড়বে দাবি করে বৃহস্পতিবার ২৪ ঘণ্টা সময় দিয়ে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দেয় ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি। তবে কেন্দ্রীয়ভাবে সড়ক পরিবহন মালিক সমিতি ধর্মঘটের কোন সিদ্ধান্ত না নিলেও জেলা পর্যায় থেকে মালিক শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ঢাকাগামী যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।