ঋন খেলাপীর দায়ে যশোরের শার্শা সদর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থীতা বাতিল

0
185

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ ঋন খেলাপীর দায়ে যশোরের শার্শা সদর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী কবির উদ্দিন আহমেদ (তোতা)র প্রার্থীতা বাতিল করেছে শার্শা উপজেলা নির্বাচন অফিসার।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে প্রার্থীতা বাছাইয়ের দিন এ তথ্য দেন শার্শা উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান।

নির্বাচন অগ্রাধিকার ক্রেডিট ইনফরমেশন অব ব্যুরোর যুগ্ম পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত রির্টানিং অফিসার বরাবর প্রেরিত এক পত্রে জানান, সিআইবি ডাটাবেইজে সংরক্ষিত হালনাগাদ তথ্যের ভিত্তিতে যশোর জেলার ১নং শার্শা ও উলাশী ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ মনোনয়ন পত্র দাখিলকারী মোট ৬ জন প্রার্থীর মধ্যে ১জন প্রার্থী ঋনখেলাপী এবং ৫ জন প্রার্থীর সকলেই ঋনখেলাপী থেকে মুক্ত। ঋনখেলাপী প্রার্থী হলেন কবির উদ্দিন আহমেদ (তোতা)।

এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র পেয়েছি। যার সুত্র নং- সিআইবি-৫(১)/২০২১-৪৫৭১। এতথ্যের ভিত্তিতে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।