ইলিশা ফাঁড়ির উপ পরিদর্শক ইশতিয়াক আহমেদ মামুন কে বিদায় সংবর্ধনা

0
90

ইয়ামিন হোসেন,ভোলা: পুলিশের চাকুরীতে বদলি হওয়া রীতিমত নিয়ম তবে মানুষ সামাজিক জীব হিসেবে এক সমাজে দীর্ঘমাস বসবাস করার পর হঠাৎ বদলী হয়ে গেলে মনোবল ভেঙ্গে পড়েন সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের।

তেমনি ভোলা সদর উপজেলার বন্দরনগরী হিসেবে পরিচিতো ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক ইশতিয়াক আহমেদ মামুন কে বিদায় জনিত সংবর্ধনা দিতে গিয়ে আবেগআপ্লুত হয়ে যান তার সিনিয়র জুনিয়র সহকর্মীরা।

গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে ইলিশা ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এ এস আই গোলজার, এ এস আই মাইনুলসহ ফাঁড়ির সকল পুলিশ সদস্যরা জাঁকজমক ভাবে বদলী জনিত সংবর্ধনা দিয়েছেন।

আগামীর কর্মজীবনে ইশতিয়াক আহমেদ মামুন এর সাফল্যমণ্ডিত হোক এই কামনা করছে তার সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।