ঘাটাইলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
96

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের এস.এসসি ও এস.এস.সি ভোকেশনাল ২০২১ পরীক্ষার্থীদের বিদায় মাহফিল সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় এমপি আলহাজ্ব আতাউর রহমান খান এমপি। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেনের সভাপতিত্বে । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম লেবু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান মিয়া সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন।বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় শ্রাবণ আর্চায্য ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ১০ম শ্রেনীর ছাত্রী জান্নাতুল নাঈমা। বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।