শিক্ষা

৪০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভা শুরু

৪০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে পরীক্ষা শুরু হয়। চলবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে ৪০তম বিসিএসের সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা শুরু হয় গত ১৯ সেপ্টেম্বর, যা চলে ১১ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্মদ জানান, ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার দ্বিতীয় পর্যায়য়ের ভাইভা আজ শুরু হয়েছে। এতে এই সাধারণ এবং কারিগরি ও পেশাগত ক্যাডারের ৫ হাজার ৯৭৪ জন অংশ নেবেন। এর আগে শুধু সাধারণ ক্যাডারের ২ হাজার ৪৬৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button