দেশজুড়ে

কুড়িগ্রামে নদী দখল মুক্ত করতে জরিপ টিমের নদী পরিদর্শন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের চাকিরপাশার নদী দখল মুক্ত করতে জরিপ করেছেন ৫ সদস্যের জাতীয় নদী রক্ষা কমিশনের জরিপ টীম। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর প্রবেশ মুখ থেকে চাকিরপাশার নদীতে জরিপ কাজ বুধবার শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন, নদী রক্ষা কমিশন কতৃক গঠিত টিমের আহ্বায়ক অতি: সচিব সৈয়দ মো: মতলুবর রহমান, পানি বিশেষজ্ঞ সাজেদুর রহমান, বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ডীন ড. তুহিন ওয়াদুদ, রাজারহাট সহকারী কমিশনার ভূমি আকলিমা মুন্নি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসান।

জানা গেছে, চাকিরপাশার নদী দখল মুক্ত করতে স্থানীয় প্রশসানকে কয়েক দফা চিঠি পাঠান জাতীয় নদী রক্ষা কমিশন।
কিন্তু স্থানীয় প্রশাসন নদী দখলমুক্ত না করায় বিশেষ জরিপ টিম গঠন করে জাতীয় নদী রক্ষা কমিশন।

জরিপ টীমের প্রধান বলেন, নদীকে সংকুচিত করার সুযোগ নেই। নদী কমিশন চায়, নদী তার স্বাভাবিক বৈশিষ্ট নিয়েই প্রবাহমান হবে। কোনো দখলদার নদীর গতিপথ বন্ধ করতে পারবে না। নদীর স্বাভাবিক গতিপথ চলমান রাখতে নদী কমিশন কাজ চালিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button