জবিতে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালুকরণে স্পেন দূতাবাস কর্তৃপক্ষের সাক্ষাৎ

0
81

রিসাত রহমান, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অন্তর্ভূক্তিকরন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সঙ্গে স্পেন দূতাবাস কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) স্পেন দূতাবাস উপপ্রধান এমিলিয়া সেলেমিন রেদোন্দো সৌজন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অন্তর্ভূক্তিকরন বিষয়ে স্পেন দূতাবাসের সাথে আলোচনা হয়।

এ সময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক জনাব খন্দকার মোন্তাসির হাসান, সাবেক পরিচালক ও জবি ছাত্রীহলের আবাসিক শিক্ষক ড. প্রতিভা রানী কর্মকার, রেজিস্ট্রার, পরিচালক (অর্থ ও হিসাব), প্রক্টরসহ স্পেন দূতাবাসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।