দেশজুড়ে

অভিমান করে ১০ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

কামরুজ্জামান অন্তর, শালিখা মাগুরাঃ গত ০১/১১/২০২১ইং তারিখে পিয়াংকসু (১৬)নামে ১০ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী তার নিজ ঘরের ভিতর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

আত্মহত্যাকারী পিয়াংকসুর বাবার নাম পতিকা কুমার বকশি, তিন ভাইবোনের ভিতর পিয়াংকসু ছিল দ্বিতীয়।সে শালিখা উচ্চ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে শালিখা হাজরাহাটি তদন্তকেন্দ্রের এস আই আতিউর রহমান আমাদেরকে জানান,আত্মহত্যাকারী পিয়াংসুকে ০১/১১/২০২১ইং তারিখে সন্ধ্যা  তার বাবা পতিকা কুমার বকশি পড়াশোনার জন্য বকাবকি করেন,পরে রাত আনুুুমানিক ১০ঃ১৫টায় তার ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখেন পিয়াংকসু(১৬) গলায় ফাঁস দিয়ে ঝুুলছে পরবর্তীতে বাড়ির সবাইকে ডেকে ঘরের দরজা ভেঙে লাশ নামান এবং ০২/১১/২০২১ ইং তারিখে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করা হয় বলে বলে জানা যায়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button