ঈশ্বরগঞ্জে অনুমোদনহীনভাবে ওষুধ রাখায় অর্থদণ্ড

0
77

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফার্মেসীর নিবন্ধন না থাকা ও আইন অমান্য করে অনুমোদনহীনভাবে ওষুধ রাখায় ৪ টি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা.হাফিজা জেসমিন। এসময় জনপ্রিয়, নীপা, শ্যামগঞ্জ মেডিকেল হল ফার্মেসী সহ খলিল ডিপার্টমেন্ট স্টোর কে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন জানান, ওষুধ আইন ১৯৪০ এর ৪ টি মামলায় ৪ জনকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ফার্মেসী ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন কে সহযোগিতা করেন সহকারী পরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর মােঃ আব্দুল বারী ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।