আমরা নিজেদের কবর নিজেই খুঁড়ছি: জাতিসংঘ মহাসচিব

0
76
Antonio Guterres, UN High Commissioner for Refugees UNHCR at a Press Conference after 66th session of Excom. 9 October 2015. UN Photo / Jean-Marc Ferré

মানবজাতি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে নিজেদের কবর নিজেই খুঁড়ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মানবতাকে বাঁচাতে এবং পৃথিবীকে রক্ষায় কপ ২৬ জলবায়ু সম্মেলন থেকে অবশ্যই ইতিবাচন উদ্যোগ আসতে হবে বলেও জানান তিনি।

সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের প্রতি গুতেরেস বলেন, জীবাশ্ম জ্বালানির প্রতি আমাদের আসক্তি মানবতাকে খাদের কিনারে নিয়ে গেছে। হয় আমাদের এটি থামাতে হবে, নয়তো এটিই আমাদের থামিয়ে দেবে।

মানবজাতি প্রকৃতিকে বাথরুমের মতো ব্যবহার করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন ঘুরে দাঁড়ানোর এটাই শেষ সুযোগ।

মানবসভ্যতাকে সতর্ক করে তিনি আরও বলেন “জলবায়ু কর্মকাণ্ডের সাম্প্রতিক ঘোষণা এমন ধারণা দিতে পারে যে আমরা এই সংকটকে ঘুরিয়ে দেওয়ার পথে আছি। তবে এটি মিথ্যাও প্রমাণিত হতে পারে।”

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে ঐতিহাসিক কপ ২৬ জলবায়ু সম্মেলন। প্রায় দুই সপ্তাহের এই সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনার ওপর জোর দেওয়া হচ্ছে। সম্মেলনে অংশ নিচ্ছেন প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা।

সূত্র: বিবিসি