সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া: চিকিৎসক

0
85
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে সোমবার বিকেলে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন। আর মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন হাসপাতালে কেবিন আছেন। আর মাঝে-মধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন বলেও জানান তিনি। খালেদা জিয়ার পাশে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে থাকছেন।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত ১২ অক্টোবর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ অক্টোবর তার শরীর থেকে নেয়া টিস্যুর বায়োপসি করা হয়। রোববার বায়োপসি রিপোর্ট তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের হাতে আসে।