শ্রীনগরের পাটাভোগে চেয়ারম্যান প্রার্থী হাছেন শেখের বৈঠক

0
88

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার আসন্ন ১১নং পাটাভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হাছেন শেখের নির্বাচনী উঠান বৈঠক হয়েছে। সোমবার বিকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মো. হাসেন শেখ (খোকন)।

মো. এছাক শেখের সভাপতিত্বে ও কামাল শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরো বক্তব্য রাখেন মো. ই¯্রাফিল, হারুন মোল্লা, মো. আলাউদ্দিন, আব্দুল খালেক, মো. কামাল, মো. শফি, আব্দুল শেখ, সোবাহান শেখ, কালু শেখ, আনু মিয়া, সাত্তার শেখ, আলী মোল্লা, আক্তার শেখ প্রমুখ।

বক্তারা আনারস প্রতীকের বিজয়ের লক্ষ্যে আগামী ১১ নভেম্বর পাটাভোগ ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপস্থিত ৩নং ওয়ার্ড বাসীর কাছে ভোট ও সমর্থন কামনা করেন।