ধামরাইয়ে নির্বাচনী বিরোধের জেরে যুবক নিহত!

0
82

ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনী বিরোধের জেরে শিহান(২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে শিহান মৃত্যু বরন করেছেন বলে জানা যায়।
এর আগে রবিবার (৩১শে অক্টোবর) রাত দশটার দিকে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামে তাকে ও আলমগীর নামে আরো এক যুবককে পিটিয়ে আহত করা বলে জানা যায়। নিহত শিহান ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

এ’বিষয়ে নিহতের আত্নীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ইমরান হোসেন নামে এক যুবক শিহান ও আলমগীর হোসেনকে মোবাইল ফোনে ফোন করে ডেকে নিয়ে আমছিমুর সেসিপ মডেল হাই স্কুলের পাশে আব্দুর ছফুরের পরিত্যক্ত বাড়িতে নিয়ে দুইজনকে নির্মম ভাবে পিটিয়ে গুরুতর আহত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিহান ও আলমগীর হোসেনাে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়।আজ সোসবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিহান নামের ছেলেটি মারা যায়।
নিহতের মামা হারুনুর রশিদ আরো বলেন ঘটনাস্থল হইতে বালিয়া ইউনিয়নের বাস্তা নয়াচর গ্রামের দরবেশ আলীর ছেলে শরীফের মোবাইল পাওয়া গেছে। আলমগীর হোসেন গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আসন্ন ১১ ই নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে যাদবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল মজিদ বলেন- নিহত শিহান আমার পরিচিত। ওই এলাকায় অনেক দিন ধরেই বিভিন্ন হুমকি,ধামকি দেওয়া হচ্ছিল। রবিবার লেবু বিক্রি শেষে বাড়িে ফেরার পথে অজ্ঞাত ৩/৪ জন শিহান ও আলমগীরকে ডেকে ছফুর উদ্দিনের পরিত্যক্ত বাড়িতে নিয়ে মারধর করেন।

যাদবপুর ইউনিয়নের ঘটনাস্থল পরিদর্শন করছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম (বার) পিপিএম।

ধামরাই থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোঃ সেকেন্দার আলী বলেন রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে থাকা শিহানের মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এছাড়া আইনি ব্যবস্হাও প্রক্রিয়াধীর
বলে জানান ধামরাই থানার পুলিশের এই কর্মকর্তা।