দেশজুড়ে

নওগাঁর মহাদেবপুরে পুলিশিং ডে পালন

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দুপুরে মহাদেবপুর থানা পুলিশের উদ্যোগে পুলিশিং ডে পালন করা হয়েছে।

এ উপলক্ষে থানা প্রাঙ্গনে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়। থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও রাবেয়া রহমান পলি, কমিউনিটিং পুলিশিং কমিটির সভাপতি অজিত কুমার মন্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করেন এস আই জাহিদ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button