দেশজুড়ে

বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ ধামরাই উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলা শাখার মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ এর উদ্যোগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০শে অক্টোবর) সকাল ১১ঘটিকায় ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজার কালু গাজী মার্কেট তিন তলায় পউষী রেস্টুরেন্টের ভিতর বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ’মতবিনিময় সভা উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিফাতুল্লাহ সভাপতিত্বে, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মিনহাজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। ঢাকা জেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ এর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বীরমুক্তিযোদ্ধা এ কে এম করম আলী। সানোড়া ইউ পি চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু সহ এ দেশকে যারা স্বাধীন করেছে সেই সব মুক্তিযোদ্ধারা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button