দেশজুড়ে

রাজারহাটে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে অভাব-অনটনে ঋণগ্রস্থ এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ওই যুবকের নাম দেলবর (৪৩)। সে স্থানীয় ফরকের হাট বাজারে কসাইয়ের কাজ করতো।

জানা গেছে,উপজেলার উমর মজিদ ইউনিয়নের বালাকান্দি কসাই পাড়া গ্রামের হায়বর আলীর পুত্র দেলবর সংসারের অভাব-অনটন ও ঋণের দায়ে মানসিক যন্ত্রণায় ভুগছিল। শনিবার ভোরে সে পরিবারের সবার অগচরে নিজ শয়ন কক্ষের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার আত্নহত্যার সত্যতা নিশ্চিত করে জানান,প্রাথমিক তদন্তে অভাব ও ঋণগ্রস্থতার কারণে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button