বীরগঞ্জে সুজালপুর ইউনিয়নের মহুগাঁও বটতলী থেকে মদনপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা

0
85

রনজিৎ সরকার রাজ ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও বটতলী থেকে মদনপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা সড়কটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে,উপজেলার এই গ্রামের ৮নং ভোগনগর মহুগাঁও বাজার থেকে পিঠা খাওয়ার মোড় পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটিতে বিভিন্ন খানাখন্দ ও গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টি পাতে সড়কে কাঁদা পানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এতে আট গ্রামের হাজারও মানুষ চর দুর্ভোগে পড়েছে। ওই গ্রামের ভোগান্ত ভুগী রমনী দাস, পরিতো দাস ও আব্দুল রহমান জানান, দীর্ঘদিন থেকে কাঁচা সড়কগুলোর কাজ না হওয়ার কারণে নানাভাবে সমস্যার শিকার হচ্ছি আমরা। সড়কটির দ্রুত মেরামত করা প্রয়োজন।

৫নং সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় বলেন, দীর্ঘদিন থেকে পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন নিবেদন করেও কোন সু-ফলে পাওয়া যায়নি। তবে দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল পরিদর্শন করে কাঁচা সড়কটির পাকাকরণের প্রতিশ্রুতি দিয়েছে।