বেওয়ারিশ লাশের দাফন সম্পন্ন করলো মিরপুরের ধুবইল ইউপি চেয়ারম্যান

0
113

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়ন থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ধুবইল ইউপির ৫নং ওয়ার্ডের কাঙালী মোড়স্থ এলাকাবাসি রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। ঘটনার বিষয়ে এলাকার মানুষ ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান মামুনকে সহ মিরপুর থানা পুলিশকে অবগত করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, মিরপুর থানার এস আই মেহেদী।

অজ্ঞাত ওই ব্যক্তির বিষয়ে এলাকার মানুষ সাংবাদিকদের জানান, অজ্ঞাত ওই ব্যক্তি ৩-৪ দিন আগে উক্ত স্থানে রাস্তার পাশে এসে অবস্থান করে। সে সময় নাম পরিচয় কিছুই বলতে পারছিলো না বলে জানা যায়। প্রতিদিন সকালে মানুষ তাকে বসে ধুমপান করতে দেখতো। এলাকার মানুষ লোকটিকে পাগল ভেবে নেয়। বৃহস্পতিবার রাস্তার পাশে অজ্ঞাত (পাগল) ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি।

অনেক চেষ্টা করেও নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় না মিলায় মরদেহটি ময়না তদন্ত শেষে বাদ আসর ধুবইল ইউনিয়নের বরিয়া কবরস্থানে স্থানীয়দের সহযোগিতায় ওই লাশের দাফন সম্পন্ন করেন ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধুবইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুর রহমান মামুন।

ঘটনার বিষয়ে, মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, সকালে লাশ দেখতে পায় এলাকাবাসী। এরপর থানায় খবর দিলে লাশ উদ্ধারের পর মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নিহত ওই ব্যক্তি বেওয়ারিশ হওয়ায় স্থানীয় চেয়ারম্যান মরদেহটির দাফন কাজ সম্পন্ন করেন। চেয়ারম্যান মামুন এর মানবিকতা দেখে এলাকার বিজ্ঞ মহল সাদুবাদ জানিয়েছেন।