রওশন এরশাদকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হতে পারে: জি এম কাদের

0
91

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।  বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ তথ্য জানিয়েছেন।

শ্বাসকষ্ট ও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে গত ১৫ আগস্ট রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে আছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রওশনকে দেখতে যান।

‘রওশন এরশাদের মস্তিষ্ক ও ফুসফুসসহ শরীরের বিভিন্ন অংশে সংক্রমণ তৈরি হয়েছে’ উল্লেখ করে কাদের বলেন, ‘তিনি ভালো নেই। আমি তাকে বেশ কয়েকবার ডাকলেও তিনি সাড়া দিতে পারেননি। তিনি অচেতন ছিলেন।’

তার শরীরের বিষয়ে চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে বলেও জানান জি এম কাদের।