দেশজুড়ে

পিরোজপুরে মাদকবিরোধী ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুরঃ ‘মুজিববর্ষের অঙ্গীকার, মাদক করবো পরিহার’ এ শ্লোগানকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাদকদ্রব্য অধিদপ্তরের মাদক বিরোধী ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের পিরোজপুর দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে এ খেলার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন ৷ এ সময় লাল ও সবুজ এর ভিতরে এ ভলিবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়৷ খেলা শেষে সবুজ দল চ্যাম্পিয়ন হয়৷

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button