দেশজুড়ে
বিরামপুরে বাসের ধাক্কায় শিক্ষক নিহত


এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে বৃহস্পতিবার বিকেলে (২৮অক্টো:) যাত্রীবাহি বাসের ধাক্কায় অবসর প্রাপ্ত শিক্ষক তালেব উদ্দিন সরকার (৭৮) নিহতহয়েছেন। তিনি শহরের পার্শ্ববর্তী খয়েরপাড়া গ্রামের মৃত: ছহিমুল্লা সরকারের ছেলে। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিরামপুর থেকে দিনাজপুর গামী যাত্রী বাহি একটি বাস বিরামপুর পৌর সীমানা সংলগ্ন টাটকপুর নামক স্থানে মোটরসাইকেল আরোহী অবসর প্রাপ্ত শিক্ষক তালেব উদ্দিন সরকারকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তিনি নিহত হন। ওসি আরো জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের সদস্যদে রনিকট প্রদান করা হয়েছে৷