খুলনার কয়রায় বাবা-মা মেয়ের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন

0
76

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা জেলার কয়রা উপজেলার ঘুগরাকাটী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ২৮ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় ঘুগরাকাটি বাজারে মেধাবী শিক্ষার্থী হাবিবা সুলতানা টুনি ও তার বাবা-মা কে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

মানবন্ধন অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বক্তব্যে হাবিবা সুলতানা টুনি ও তার বাবা-মা’র হত্যাকারীদের দ্রুতবিচার আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত , কয়রার় বাগালী ইউনিয়ন পরিষদের পাশের বাসিন্দা মৃত আব্দুল মাজেদ গাজীর পুকুরে ২৬ অক্টোবর মঙ্গলবার সকালে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহতদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন দেখা যায়।

নিহতরা হলেন, বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজীর পুত্র হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও একমাত্র কন্যা হাবিবা খাতুন টুনি (১৩)। হাবিবুল্লাহ ছিলেন একজন দিনমজুর, তার স্ত্রী গৃহিনী ও একমাত্র মেয়ে হাবিবা খাতুুন টুনি ঘুগরাকাটি মাদ্রাসার ৭ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল ।