ধামরাইয়ে বিশেষ টিকা কার্যক্রমে করোনার ২য় ডোজ টিকা দেয়া শুরু

0
68

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার জেলার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ টিকা কার্যক্রমে ২৭ হাজার কোভিড-১৯ ভ্যাক্সিন (সিনোফার্ম/ভেরোসেল- ২য় ডোজ) দেয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮শে অক্টোবর) সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্হানীয় সাংসদ ঢাকা -২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ মহোদয়ের উপস্থিতিতে এ’কার্যক্রম শুরু হয়।

এ’,সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা, ধামরাই উপজেলা মেডিকেল আবাসিক অফিসার ডাঃ আহমেদুল হক তিতাস সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকবৃন্দ,টিকা নিতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।