গাড়ি দুর্ঘটনায় বিজেপি নেত্রী তিস্তা বিশ্বাস নিহত

0
84

ভারতের পশ্চিমবঙ্গে এক বিজেপির নেত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার স্বামী ও মেয়ে। নিহত নেত্রী কলকাতা পৌরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিজেপির ওয়ার্ড কো-অর্ডিনেটর তিস্তা বিশ্বাস। ২০১৫ সালে তিনি বিজেপি থেকে ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

জানা গেছে, বুধবার সকালে নিজেদের গাড়ি করে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায় যান তিনি। সঙ্গে ছিলেন স্বামী ও মেয়েও।হেঁড়িয়া কলেজ থেকে এমএড পাস করেছিলেন বিজেপির ওয়ার্ড-অর্ডিনেটর। তারই সার্টিফিকেট আনতে গিয়েছিলেন কলেজে। ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তিস্তা, তার স্বামী ও মেয়েকে উদ্ধার করে নিয়ে জেলা হাসপাতালে পাঠায়। সেখানেই তিস্তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। স্বামী ও মেয়ের আঘাতও গুরুতর।