রাজশাহীতে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান

0
72

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে রাজশাহীতে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত চলবে টিকার কার্যক্রম। গত ২৮ সেপ্টেম্বর যারা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে শুধুমাত্র তাদেরকেই দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

রাজশাহী সিভির্ল সার্জন ডা কাইয়ুম তালুকদার জানান, রাজশাহী জেলা ও মহানগরীতে আজ এক লাখ ৪৫ হাজার টিকা প্রদান করা হবে। এর মধ্যে জেলায় এক লাখ ২৫ হাজার ও মহানগরীতে ২০ হাজার টিকা দেওয়া করা হবে। ২৮ সেপ্টেম্বর রাজশাহীতে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল।

সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম জানান, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় এখন পর্যন্ত ৬ লাখ করোনা টিকার ডোজ প্রদান করা হয়েছে। যার মধ্যে ৩ লাখ ৬৯ হাজার প্রথম ডোজের টিকা। আজ গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশন নির্ধারিত বুধ গুলোতে।