আখাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

0
73

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬০) পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানায়, আখাউড়া স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময় আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।