দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জের মনাকষায় পূজা মন্ডপে হামলার ঘটনায় এ পর্যন্ত ১৩ জন গ্রেফতার

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের মনাকষায় পূজা মন্ডপে হামলার ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে। তবে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এক ব্যক্তির ইন্ধনের সম্পৃক্ততা থাকার অভিযোগে পুলিশ এখন তাকে হন্যে হয়ে খুঁজছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান জানান, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের নব জাগরনী সংঘে সার্বজনীন দূর্গামন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় ওই মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুবির চন্দ্র বাদী হয়ে ৩ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জনের রিমান্ড চাইলে আদালত তাদের রিমান্ড আবেদন না মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আরো জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ৩০-৩৫ জনকে দেখা গেছে। এদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, কুমিল্লার ঘটনার প্রেক্ষিতে আবেগের বশবর্তী হয়ে তারা একত্রিত হয়ে এ ঘটনা ঘটায়। তবে, একজন ব্যক্তি তাদের এ কাজে উদ্বুদ্ধ করতে ইন্ধন জুগিয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করতে মাঠে অভিযান অব্যাহত রেখেছে।

তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতরা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা না থাকলেও তাদের পরিবারের কর্তা বা আত্মীয়দের কেউ কেউ রাজনৈতিক দলের সাথে জড়িতের তথ্য মিলেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button