দেশজুড়ে

ভোলায় প্যারেড অনুষ্ঠানে গ্রাম পুলিশদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইয়ামিন হোসেন: সমাজের অপরাধ দমনে গ্রাম পুলিশদের ভুমিকা অপরিসীম, পুলিশের পাশাপাশি মফস্বলে কাজ করেন তারা। প্রতি সপ্তাহে গ্রাম পুলিশদের প্যারেড অনুষ্ঠিত হয় তারই ধারাবাহিতায় সোমবার সকালে গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় সভা করেন সদর থানার ওসি এনায়েত হোসেন।

ভোলা সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় দায়িত্বে নিয়োজিত গ্রাম-পুলিশদের নিয়ে থানা কম্পাউন্ডে সাপ্তাহিক চৌকিদারী প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত প্যারেড অনুষ্ঠানে কর্তব্যরত গ্রাম-পুুলিশদের গ্রেফতারী পরোয়ানা তামিলে সহায়তা, বাল্যবিবাহ নিরোধ এবং বিভিন্ন সামাজিক অপরাধের সাথে জড়িত অপরাধীদের তথ্য সংগ্রহ এবং সিআইএমএস ফরম পূরনে পুলিশকে সহায়তাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button