বাংলাদেশসহ ৬ দেশ থেকে সিঙ্গাপুর ভ্রমণে নিষেধাজ্ঞা উঠল


বাংলাদেশসহ ছয়টি দেশের ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সিঙ্গাপুর। আজ শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী বুধবার থেকে এসব দেশের নাগরিকরা দেশটিতে ভ্রমণ করতে পারবেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, করোনা সংক্রমণের আশঙ্কায় ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকরা আগামী ২৭ অক্টোবর থেকে সিঙ্গাপুর ভ্রমণ বা ট্রানজিটের অনুমতি পাবেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
অনুমতি পেলেও ভ্রমণকারীদের জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রণালয়। ফলে তারা সিঙ্গাপুরের চার শ্রেণির সীমান্ত বিধি-নিষেধের আওতায় পড়বেন। নির্ধারিত কেন্দ্রে ১০ দিন কোয়ারেন্টিনে থাকার প্রত্যয়ন পত্রও দাখিল করতে হবে তাদের। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞাও শিথিল করবে দ্বীপরাষ্ট্রটি। এসব ব্যাপারে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।