দেশজুড়ে

কালীগঞ্জে ১১টি ইউপিতে আ’লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

কালীগঞ্জ (ঝিনাইদহ):  সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউপিতে আ’লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতিকের মনোনয়ন ঘোষনা করা হয়েছে। এবারে আ’লীগের বর্তমান চেয়ারম্যানদের মধ্যে ২ টিতে রদবদল করা হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জন প্রতিনিধিদের মনোনয়ন বোর্ডে সভায় খুলনা বিভাগের প্রার্থীদের বাছাই শেষে এ ঘোষনা দেওয়া হয়।

উল্লেখ্য, এবারে আ’লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে এ উপজেলার ৩ নং কোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আয়ুব হোসেন মোল্লা এবং ৮ নং মালিয়াট ইউনিয়নে গত নির্বাচনে সতন্ত্র থেকে বিজয়ের পর আ’লীগে যোগদানকারী বর্তমান চেয়ারম্যান একরামুল হক সংগ্রামকে মনোনয়ন দেওয়া হয়নি।

গনভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্টিত সভাতে তৃতীয় ধাপের খুলনা বিভাগের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের নৌকা প্র্রতিক প্রাপ্তরা হলেন- ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওহিদুজামান ওদু , ২নং জামাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, ৩ নং কোলা ইউনিয়নের নতুন মুখ মোনোয়ার হোসেন বাদশা, ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর, ৫ নং সিমলা-রোকনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দীন, ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, ৭ নং রায়গ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলী হোসোন অপু, ৮ নং মালিয়াট ইউনিয়নের নতুন মুখ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, ৯ নং বারবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেন খান ও ১১ নং রাখালগাছী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button