চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের হামলায় একজন নিহত

0
85

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতের হামলায় জিয়ারুল ইসলাম (৪০) নামে এক পেয়ারা বিক্রেতা নিহত হয়েছে।

নিহত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি দহাপাড়ার মো.গিয়াস উদ্দীনের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনা ঘটলেও জিয়ারুল ইসলাম মারা যান রাত দুইটার দিকে।

দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ইউপি সদস্য আবদুর রাকিব জানান,ব্যাটারি চালিত অটো যোগে প্রতিদিনের ন্যয়শিবগঞ্জে থেকে জিয়ারুল ইসলামসহ আরও ৫/৬জন পেয়ারা বিক্রি করে বাড়ি যাচ্ছিল। তাঁরা কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের ঘোষলাদহ বিলে পৌঁছলে ডাকাতের কবলে পড়ে। এসময় সবাই পালিয়ে গেলেও পালাতে পারেনি জিয়ারুল ইসলাম। তাঁকে হাঁসুয়া দিয়ে কয়েকটি আঘাত করে ডাকাতরা। এতে প্রচুর রক্তক্ষরন হতে থাকে।

বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফরিদ হোসেন জানান,ডাকাতের হামলায় একজন নিহত হয়েছে। মরদেহ রামেকে আছে। ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে। তিনি আরও বলেন,ঘটনার পর থেকে পুলিশের একাধীক টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তততি চলছে।