সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ইবিতে মানববন্ধন

0
63

কুষ্টিয়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, হত্যা ,মন্দির ভাঙচুর এবং বাড়িঘরে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ।

শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাশে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

এর আগে ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিনের সঞ্চালনায় অনলাইনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এ মালেক, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু।

এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দু সাহা, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, আইন বিভাগের অধ্যাপক ড. শাজাহান মন্ডল, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, দুর্গাপূজার সময় অস্থিরতা, কুমিল্লা, চট্রগ্রাম, নোয়াখালী, রংপুর সহ সারা দেশে মন্দির, প্রতিমা ভাংচুর, বাড়িতে হামলা ও নাশকতার মতো যেসব ঘটনা ঘটেছে এসকল ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি করেন তারা।

এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস’সহ অনান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ইবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।