দেশজুড়ে

মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নে আবারো আ:লীগ দলীয় মনোনয়ন পেলেন- মিজানুর রহমান

মতিন রহমান, মাগুরা জেলা প্রতিনিধি: খুলনা বিভাগে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়।

এতে মাগুরার মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েছেন প্রার্থীরা। এরমধ্যে রাজাপুর ইউনিয়নে আবারো দলীয় মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান বিশ্বাস। তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবরে ইউনিয়নে আনন্দ উল্লাসে মেতেছে জনগণ।

এলাকাবাসী বলছেন আবারো তারা চেয়ারম্যান হিসেবে মিজানুর রহমান বিশ্বাস কে আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চান। এবিষয়ে মিজানুর রহমান বিশ্বাস ইউনিয়নবাসী সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button