বিশেষ দিবস ও ব্যাক্তিত্ব

জাতীয় নিরাপদ সড়ক দিবস

গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি- এই স্লোগানে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

দিনটি উপলক্ষে শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক ও জনপথ অধিদফতর ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের যৌথ কর্মসূচি রয়েছে। এছাড়া মহাসড়ক পুলিশও কর্মসূচি পালন করবে।

এদিকে রাজধানীর সড়ক ভবন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন রয়েছে। যেখানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীসহ দেশের বিভিন্ন মহাসড়কে গাড়ি চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে পুলিশ।

দিবসটি উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে শোভাযাত্রা এবং আলোচনা সভা করবে মহাসড়ক পুলিশ।

দুর্ঘটনা কমাতে সড়ক ব্যবস্থাপনা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তারা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button