রাজধানী

পল্লবীতে দস্যুতার চেষ্টাকালে অস্ত্রসহ গ্রেফতার-২

এস, এম, মনির হোসেন জীবন- রাজধানীর পল্লবী এলাকা থেকে দস্যুতার চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি’র) পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা ব্যক্তিরা হলো মোঃ শিশির ইসলাম ও মোঃ রিয়াজ ওরফে রাজ্জী।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ পারভেজ ইসলাম জানান, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পল্লবী থানার ১২ নং সেকশন এলাকায় দস্যুতার চেষ্টাকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে একটি চাইনিজ চাকু ও একটি ক্ষুর উদ্ধার করা হয়।

এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীদেরকে জিঙ্গাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button