ভারতে পর্বতারোহণে গিয়ে নিখোঁজ ১৭

0
81

ভারতের হিমাচল প্রদেশের কিন্নরে পর্বতারোহণে গিয়ে নিখোঁজ ১৭ জন পর্বতারোহী। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বন দফতর। এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এখবর দিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়েছে, পর্বতারোহী নিখোঁজের ঘটনায় তিব্বত সীমান্ত পুলিশও তল্লাশি অভিযানে সাহায্য করছে।

খবরে বলা হয়েছে, পর্বতারোহীরা উত্তরাখণ্ডের উত্তরকাশী সংলগ্ন হর্ষিল থেকে ১৪ অক্টোবর হিমাচল প্রদেশের কিন্নৌরে ছিটকুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু লামখাগা পাসে ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত খারাপ আবহাওয়ার সময় তারা নিখোঁজ হন।

লামখাগা পাসটি উত্তরাখণ্ডের হর্ষিলের সাথে কিন্নর জেলাকে সংযুক্ত করে। এটি একটি দুর্গম পাস। কিন্নর জেলা প্রশাসক আবিদ হুসেন সাদিক বলেন, পুলিশ ও বন বিভাগের দলকে উদ্ধারকাজে পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, তাদের অনুসন্ধানের জন্য ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের সাহায্যও চাওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে তল্লাশি অভিযান শুরু হয়েছে।