দেশজুড়ে

রামেক হাসপাতালে আরো ২ জনের মৃত্যু

করোনা সংক্রমণের উপসর্গ গিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো ২ জন মারা গেছেন। তাদের মধ্যে একজন রাজশাহীর বাসিন্দা। অন্যজনের বাড়ি কুষ্টিয়ায়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মোট ২ জন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button