মুন্সীগঞ্জে যক্ষ্মা,এ্যাজমা, শ্বাসকষ্ট, বক্ষব্যাধি ও করোনা পরবর্তী স্বাস্থ্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

0
80

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: পল্লী চিকিৎসকদের অংশগ্রহণে যক্ষ্মা, এ্যাজমা, শ্বাসকষ্ট, বক্ষব্যাধি ও করোনা পরবর্তী স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ শে অক্টোবর বুধবার মুন্সীগঞ্জ সদর উপজেলার উপকন্ঠে অবস্থিত মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে দুপুর ১২ টায় আলোচনা শুরু হয়ে দুপুর ৩ টায় সমাপ্ত হয়।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানের অর্ধ শতাধিক পল্লী চিকিৎসকদের অংশগ্রহণে মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহাকারী অধ্যাপক ডাঃ মো. মনির হোসেন য²া, এ্যাজমা, শ্বাসকষ্ট, বক্ষব্যাধি ও করোনা পরবর্তী স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ দিক সমূহ আলোচনা করেন এবং করোনা ও স্বাস্থ্য বিষয়ে পল্লী চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

অনুষ্ঠানে মাকেটিং ম্যানেজার মো. আওলাদ হোসেন এর সঞ্চালনায় প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান সাগর, নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান সৈকত, ডিজিএম মো. আঃ রব এছাড়াও মুন্সীগঞ্জের বিভিন্ন স্তরের চিকিৎসকগন উপস্থিত ছিলেন।