কমলনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক বিট পুলিশের মতবিনিময় সভা

0
83

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক, সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে লক্ষ্মীপুরের কমলরগর উপজেলার ৮নং চরকাদিরা ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর বিকেলে ফজুমিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ হল রুমে চর কাদিরা ইউনিয়ন বিট পুলিশের সভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে কমলনগর বাসীকে সব উস্কানির মুখে শান্ত থেকে নিজেদের ঐক্য ও সংহতি দৃঢ়ভাবে রক্ষার আহবান করেন কমলনগর থানার অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন।

এসময় আরো উপস্তিত ছিলেন, উক্ত ইউনিয়ন বিট পুলিশ অফিসার মোঃ কাউছার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফি উল্যা বাংলা নেতা, চর কাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম (সাগর)।

এছাড়াও উপজেলার সকল ইউনিয়নে একযোগ বিট পুলিশের সভা অনুষ্ঠিত হয়, উক্ত বিট পুলিশের সভায় সকল বিট পুলিশ অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য সহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।