টিকা: দেশে এখনও মজুত ১ কোটি ২৭ লাখ ডোজ

0
87
injecting injection vaccine vaccination medicine flu man doctor insulin health drug influenza concept - stock image

আপাতত করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দেশজুড়ে চলছে করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি। বিভিন্ন দেশ থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন আনছে বাংলাদেশ। সারা দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ৫ কোটি ৫০ লাখ ৩৫ হাজার ৬৭৬ জন।

বিভিন্ন উৎস থেকে আসা ৭ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকার মধ্যে মঙ্গলবার (১৯ অক্টোবর) পর্যন্ত ৫ কোটি ৮৮ লাখ ১ হাজার ৫৫ ডোজ টিকা প্রদান করা হয়েছে। আর মজুত টিকার পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৩৬২ ডোজ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৯৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ১০৭ জন। মঙ্গলবার একদিনে দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে মোট ৫ লাখ ৬২ হাজার ২৭৪ ডোজ টিকা। উল্লেখ্য, দেশে এখন অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা প্রয়োগ চলছে।