আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৪৩

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সকোতো প্রদেশে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। প্রদেশটির গভর্নরের তরফ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। রোববার এক বাজারে হামলা শুরু হয়। তবে সোমবার পর্যন্ত বিভিন্ন স্থানে গুলি চলেছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়, সম্প্রতি নাইজেরিয়াতে এ ধরণের বন্দুক হামলার ঘটনা বেড়েই চলেছে। রোববারের হামলায় আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। তাদেরকে স্থানীয় গোরোনিয়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীরা বাজারে ঢুকেই গুলি ছুঁড়তে শুরু করে।

এর আগে গত ৮ অক্টোবর নাইজেরিরার সাবোন বিরনি গ্রামেও এ ধরণের হামলা হয়েছিল। এতে ১৯ জন নিহত হন। গত মাসে নাইজেরিয়ার ১৭ পুলিশ নিহত হন বন্দুকধারীর গুলিতে। এসব হত্যাকাণ্ডের জন্য ইসলামিক স্টেটকে দায়ি করেছে দেশটির সরকার।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button