রাজধানী

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আগামীকাল

রাজধানীর কিছু এলাকায় সোমবার (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ থাকা এলাকাগুলো হলো- গুলশান, বনানী, মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকা। এসব এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকাতে গ্যাসের চাপ কম থাকবে। রোববার (১৭ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্যাস সরবরাহ বন্ধের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসরণ প্রকল্পের আওতায় মহাখালী রেলক্রসিং সংলগ্ন গ্যাসপাইপ লাইন প্রতিস্থাপন করায় রাজধানীর কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button