দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে আরও তিনজনের মৃত্যু

গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে দুজন মারা গেছেন। রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। রামেক করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ৭০ জন ভর্তি আছেন।

রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৪৫টি নমুনা পরীক্ষায় চারজন ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৭৮টি নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। রামেক হাসপাতালের করোনা রিপোর্ট অনুসারে রাজশাহীতে শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button