১৭ ই অক্টোবর থেকে ৬ শর্তে সৌদি আরবে মাস্ক ছাড়া চলাফেরা করা যাবে

0
83

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি: আগামী ১৭ ই অক্টোবর থেকে সৌদি আরবে ছয়টি শর্ত মেনে মাস্ক ছাড়া চলাফেরা করতে পারবে। কোভিড-১৯ ভাইরাসের ২ ডোজ টিকা গ্রহণকারীদের খোলা জায়গায় মাস্ক ব্যবহারের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।

যে ৬ টি শর্তে সৌদি আরবে মাস্ক ছাড়া চলাফেরা করা যাবে।

১) খোলামেলা জায়গায় মাস্ক ব্যবহার না করলেও চলবে এক্ষেত্রে মাস্ক পরিধান বাধ্যতামূলক নয়।
২) তবে যারা এখনও covid-19 ভাইরাসের 210 টিকা গ্রহণ করেনি তাদের এখনো আগের মতো সব জায়গায় মাস্ক ব্যবহার করতে হবে।
৩) ইনডোর পাবলিক প্লেসে এখনো আগের মতই মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক থাকছে।
৪) এখন থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে করোনা টিকা গ্রহণকারীরা সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারবেন কোন অনুমতি প্রয়োজন হবে না। তবে এক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে।
৫) পাবলিক প্লেসে যেমন সিনেমা হল, রেস্টুরেন্ট, গণপরিবহন এসব জায়গায় সামাজিক দূরত্ব মানার বাধ্যবাধকতা থাকছে না।
৬) বিয়ে বা অন্য যেকোনো সামাজিক অনুষ্ঠানে ইচ্ছামত অংশগ্রহণ করা যাবে এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সংখ্যা কিংবা সীমাবদ্ধতা থাকবে না তবে মাস্ক পরা বাধ্যতামূলক।

উল্লেখ্য করোনা মহামারীর শুরুর দীর্ঘ ১৪ মাস পর সৌদি আরবে মাস্ক পরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এই মহামারীর জন্য এতদিন জনসম্মুখে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল।