আইপিএলে কে কোন পুরস্কার পেলেন

0
89

করোনার থাবার পরও আইপিএলের ১৪তম আসর সফলভাবে শেষ হয়েছে। টুর্নামেন্টটি ভারতে শুরু হয়ে শেষ হয়েছে দুবাইতে। মাঝ পথেই করোনার কারণে আইপিএল স্থগিত করা হয়েছিল। বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

পুরো টুর্নামেন্টে ব্যক্তিগত অজর্নের বিষয়টি উঠে আসে ফাইনাল খেলা শেষে। তাতে দেখা যায়-

ফাইনালের সেরা খেলোয়াড় ডু প্লেসি

প্রোটিয়া তারকা ফ্যাফ ডু প্লেসি ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হার্শাল প্যাটেল

টুর্নামেন্ট সেরার তকমা উঠেছে বোলারদের পারফরম্যান্স বিবেচনায়। ৩২টি উইকেট নিয়ে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জেতেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হার্শাল প্যাটেল।

অরেঞ্জ ক্যাপ পেয়েছেন ঋতুরাজ

১৬ ম্যাচে সর্বোচ্চ ৬৩৫ রান করে অরেঞ্জ ক্যাপ মাথায় তুলেছেন চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কওয়াদ। একটি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন এই ওপেনার।

পার্পল ক্যাপ পড়েছেন হার্শাল প্যাটেল

টুর্নামেন্টের সেরা হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি উইকেট (৩২) নিয়ে পার্পল ক্যাপ মাথায় তুলেছেন আরসিবির হার্শাল প্যাটেল।

এমার্জিং প্লেয়ার ঋতুরাজ

হার্শালের মতোই আরও দুই অর্জন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কওয়াদের। সর্বোচ্চ ৬৩৫ রান করে টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি।

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সঞ্জু স্যামসন

আইপিএল ২০২১-এর ফেয়ার প্লে পুরস্কার জিতেছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস।