জাতীয়

বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিশ্ব ক্ষুধা সূচক ২০২১-এ ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এবারের সূচকে ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম। পাকিস্তানের অবস্থান ৯২তম, ভারতের ১০১তম। নেপাল যৌথভাবে বাংলাদেশের সঙ্গে ৭৬ নম্বরে আছে।

প্রতিবছর আয়রল্যান্ডের স্বেচ্ছাসেবী সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ এবং জার্মান সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিলফ’ যৌথভাবে বিশ্বের দেশগুলোর মধ্যে ক্ষুধার পরিমাণ নির্ধারণ করে থাকে। এ ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে যে কোনো দেশের সমসাময়িক অর্থনৈতিক অবস্থান, শিশু স্বাস্থ্য এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে বৈষম্য ইত্যাদি বিষয়গুলো।

২০২০ সালের ১০৭টি দেশের মধ্যে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। সেই হিসেবে চলতি বছরের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের একধাপ অবনতি হয়েছে। ভারতের অবনতি হয়েছে গতবারের চেয়ে । ২০২০ সালে ৯৪ তম অবস্থানে থাকলেও এবারে নেমে এসেছে ১০১ এ। যা বাংলাদেশ এবং নেপালের চেয়েও পিছিয়ে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, চারটি বিষয়ের মাপকাঠিতে এই সূচক তৈরি হয়। যার মধ্যে আছে অপুষ্টি, পাঁচ বছরের কম বয়সের শিশুদের উচ্চতার তুলনায় ওজন, পাঁচ বছরের কম শিশুদের উচ্চতা ও পাঁচ বছরের কম শিশুদের মৃত্যু হার।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button