জাতীয়

জাতিসংঘের সাস্টেইনবল ট্রান্সপোর্ট কনফারেন্সে নৌপরিবহন প্রতিমন্ত্রী

সেকেন্ড ইউনাইটেড নেশনস গ্লোবাল সাস্টেইনেবল ট্রান্সপোর্ট কনফারেন্সে বিশ্ব নেতৃবৃন্দের সাথে অনলাইনে অংশ নেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী গতরাতে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে দেশকে গৌরবান্বিত করেন। চীনের রাজধানী বেইজিংয়ে ১৪-১৬ অক্টোবর আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, জাতিসংঘের মহাসচিব এন্তেনীয় গুতারেস, তুর্কমিনিস্তান, পানামা ও ইথিওপিয়ার প্রেসিডেন্ট এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীসহ বিশ্বের ১০০টি সরকার ও রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধি অংশ নেয়। চীন এ কনফারেন্সের ফোকাল পয়েন্ট হিসেবে যাবতীয় কার্যক্রম করছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button