দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২’শ ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর ও তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২’শ ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

গতকাল বুধবার রাতে আজমতপুর বিওপির রিফুজিপাড়া ও তেলকুপি বিওপির তেলকুপি এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, আজমতপুর বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে টহল দল গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৮০/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রিফুজিপাড়া নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

অপরদিকে, তেলকুপি বিওপির হাবিলদার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহল দল রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে তেলকুপি বিওপির সীমান্ত পিলার ১৮০/৭-এস হতে আনুমানিক ২’শ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি গ্রাম হতে পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৮৯ হাজার ২’শ টাকা। তিনি আরো জানান, চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button