রাঙ্গাবালীতে বিষধর ২৫ সাপ বনে অবমুক্ত

0
86

এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধিঃপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পদ্মাগোখরো ২৫ টি সাপ উদ্ধার করেন বন বিভাগ।বুধবার বিকেলে সাপগুলো উপজেলার গহিনখালী সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো.জ্হাাঙ্গীর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

কয়েক দিন আগে উপজেলার ছোটবাইশদিয়া ও সামুদাবাদ গ্রামের লোকালয় থেকে মাদারবুনিয়া গ্রামর সাপুড়ে নুরু মিয়া পদ্মাগোখরো প্রজাতির প্রপ্তবয়স্ক দুইটি এবং ২৩টি বাচ্চা সাপ ধরে বিক্রির জন্য সংগ্রহ করেছিলেন।খবর পেয়ে অ্যানিম্যাল লাভারস অব পটুয়াখালীর সদস্য মোহাম্মাদ রোমান ওই সাপুড়েকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-১২ সম্পর্কে অবহিত করেন।

পরে নিজের ভূল বুঝতে পেরে সাপুড়ে ক্ষমা চেয়ে ভবিষ্যাতে এমন কাজ না করার অঙ্গীকার করেন।এর পর দুপুরে সাপগুলো উদ্ধার কওে বিকালে গহিনখালী সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে অ্যানিম্যাল লাভারস গ্রুপের এক সদস্যের সহযোগিতায় ভাল একটি কাজ করেছি।২৫টি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।